palki te bou chole jaaye edius wedding project

ও সোনা রেশমি জোছনায়
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।

তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।

লাল চেলি আর সাতনরী হার,
চন্দনের সাজে,
মৌসুমী ঐ, মন জুড়ে তার,
সানাই যে বাজে।(২)

কনের ঐ লাজুক চোখে
যেন ঐ কিসের ঝোঁকে
সোহাগের ফুল ঝরে যায়, হায়রে
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।।

রাত মধুময়, চাঁদ জেগে রয়,
পিয়ালের ফাঁকে,
আজ কুহু যে, সব ভুলে সে,
ডাকেরে ডাকে।(২)

মিলনের সুরে সুরে
বাঁশি কে বাজায় দূরে,
কি যাদু আমায় করে যায়, হায়রে
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।

তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।